দেখবনা বলে দুচোখ বেঁধে ফেলেছি
শুনবোনা বলে কানেতে তুলো দিয়েছি
বলবনা বলে জিভটা শিকলে বেঁধেছি
সবটুকু দিয়ে থুয়ে আমি দিব্যি বেঁচে আছি।


ক্রীতদাস হয়ে এভাবেও আমি দিব্যি রয়ে গেছি
দুধে ভাতে পরমান্নে আমি দিব্যি বেঁচে আছি।  


হাঘরে যারা থাক পড়ে এখানে ওখানে আস্তাকুড়ে
দিশাহীন হয়ে বেদিশায় যারা হয়ে যাক ভবঘুরে।
আমরা যারা আছি অবনত প্রভুর পায়ে পদানত
খাঁচায় আছি মাচায় আছি খোঁচাও কেন তারে।


সুরে বেসুরে তালে বেতালে স্বর্ণ পদকে আছি
দুধে ভাতে পরমান্নে আমি দিব্যি বেঁচে আছি।  



***আজকের কবিতা কবি স্বপন বিশ্বাসের সৌজন্যে উৎসর্গ করা হোল।