কাল ছিল পূর্ণিমা
ভেবেছিলাম, ভুল ভেবেছিলাম চাঁদ উঠবে
মেঘলা আকাশের বন্দিনী ছিল সে
তাই সে আসতে পারেনি,
সময় অপেক্ষা করছিল রাত্রি সেজে।
কচু পাতায় জলের অবস্থান অস্থায়ী
মন ফাগুনের আগুন ধিকি ধিকি নিভতে থাকে।
অদৃশ্য ছারপোকারা ঘিরে ধরে দংশনে উদ্যত।
শত ঝি ঝি কান ফাটিয়ে দেয়
রাতজাগা পাখীর অবুঝ ডাক জ্বালা ধরায় হৃদয়ে।


আমি যেন এক নিশির ডাকে চলেছি
একা একা একা পথের যেন শেষ নেই ।
পথের শেষে হাসিমুখে একি
সেই এলে ... আর একটু