এই ফাগুনে আগুন ঝরায় কে ?
কুহু স্বরে মনকে দোলায় কে ?
দখিন বাতাসে হৃদয় মাতায় কে ?


নিজের ভাষায় দীপ্ত স্বরে  
কথা বলতে সাহস যোগায় কে ?
সেইতো আমার  প্রানের ভাষা
এই বসন্তে সে এসেছে
দুয়ার খুলে নাও গো তাকে বরণ করে ।


এই ফাগুনে মনকে রাঙায় কে ?
আবির গন্ধে সুবাস ছড়ায় কে ?
তোমার কথা মনে পড়ায় কে ?


নিজের ভাষায় বুকের ভিতর
জমে থাকা রোদন যোগায় কে ?
সেইতো আমার মাটির ভাষা
এই বসন্তে ঝড়ের রাতে যে দিয়ে গেছে
এই পৃথিবীতে বেঁচে থাকবার অনাবিল মন্ত্র ।