মা - জানলা থেকে রাস্তায় চোখ সে বুঝি ফিরল এবার।
বাবা - মুঠোফোনে বারবার প্রতিধ্বনি অস্তিত্ব নেই তার।
বোন - কাজলাদিদি আসবে, গল্প শুনিয়ে ঘুম পাড়াবে।
ভাই - ও যে বলেছিল বারবার, পড়া দেখিয়ে দেবে ।


অজান্তে - তার জন্য মৃত্যুর ফাঁদ বিছিয়ে রাখা হচ্ছিল ।
ওরা -  সেই মাহেন্দ্রক্ষণে জাল পেতে শিকার ধরেছিল।  
চিৎকার - স্তব্ধ করতে ঝিঁঝিঁরদল উল্লাসে মেতেছিল।
যন্ত্রণা - শরীরে দ্রুত ছড়াতে আয়োজনে ব্যস্ত ছিল।
আগুন - সব প্রমান লোপাট করতে বদ্ধপরিকর ছিল।
অশ্রু - এক সমুদ্র হয়ে ঝরে যাওয়াতে বারন ছিল।


আঁধার - দিনের আলো দিয়ে সব কিছু বলে দিল।
মাটি - রক্তের দাগ রেখে বাকিটুকু শুষে নিয়েছিল।
জনতা- উপযুক্ত কারনে দেশ জুড়ে বিদ্রোহ করেছিল।
বিচার- নিথর নীরব হয়ে নিজের চোখদুটো বেঁধে নিল।