তবু বিজ্ঞানেই ভরসা করি,
আজ না হোক কাল ঠিক জবাব দেবে ।
সেই অদৃশ্যতম শত্রুর নিশ্চিত নিপাত হবে ।


তার চেয়ে বরং ঘরে থাকি, ঘরের ভিতর থাকি
না হয় খেলে ফেলি ছোটবেলার ধুলো খেলা;
মিছি মিছি বাজার যাওয়া অফিস যাওয়া,
উনুন ধরিয়ে গরম তেলে ডাল সম্বর দেওয়া।
থালায় থালায় গরম ভাত বেড়ে দেওয়া
আবার পরখ করে নেওয়া বেগুন ভাজা,
ঠিক যেমন মায়ের হাতের রান্না ।
অফিস থেকে ফিরে ছাতা ব্যাগ রেখে
ওঃ আর পারিনা , বাসে ট্রামে বাদুরঝোলা
অন্যের ঘাম দুর্গন্ধ নিজের শরীরে নেওয়া।
শান্তি পেতে দাও দেখি- এক কাপ গরম চা।


নাহ, এসবের কোন মানে হয়না
তবু সময় কেটে যাবে নদীর মতন ...
ভালবাসার পলাশ রঙ একটু করে ফিকে হবে
আজ যা হোল হোল, কাল কি খাবে ?
এ প্রশ্নের জবাব দেবো বা দেবনা ...
উত্তরটা হতে পারত বা পারতনা
ভালো থাকো সুস্থ থাকো অন্যকে ও সুস্থ রাখো ।
তুমি তোমার জগতেই থাকো বিরাজমান।
আমি আমার জগত খুঁজে করি চন্দ্রাভিযান ।