আর একবার জন্ম নেব যত অপূর্ণতা পূর্ণ করতে,
যে মেঘ রঙের শাড়িটা হাতের মুঠোতে পেলেনা।
শো'কেসে এমনি পড়ে থেকে হাসছে বাঁকা হাসি ।
সাতনুড়ি সোনার মালাটা অগোচরে পড়েছিলে,
দেখছিলাম বিভোর হয়ে কী সুন্দর লাগছিল !
আমায় দেখে চমকে উঠে বললে এটা তেমননা!
আকাশ পথে যে উড়োজাহাজ কোথায় যে যায়?
যদি একবার ভেঙে পড়ে কেউকি বেঁচে থাকবে?
মুখে না বললেও বুঝি, না চড়লে কিসের জীবন ?
নিজের একটা সাধের বাড়ি মনের মতন সাজাবে ;
থাকবে দেওয়াল জুড়ে টিভি আরো অনেক কিছু ;
এসব তো কিছুই দিতে পারলাম না ঊর্মিমালা ।
না পাওয়া যন্ত্রনারা ক্রমাগত সুক্ষ তীরের মতন ,
অনবরত আক্রমণ করে চলেছে, আমি রক্তাক্ত ।
টোল ফেলে হাসতে ভুলে গেছো তুমি ঊর্মিমালা ।
তাই আবার জন্ম নেব সেই বিজয়িনী হাসি দেখতে ।