চে
জেগে উঠবে কবে?
দেখছনা মাঠের ফসলে এসেছে উন্মাদনা।
শুনছনা কর্মহীন শ্রমিকের স্পন্দিত হৃদয়ের উপাখ্যান।
ভাবছনা কতটা যন্ত্রণায় সহ্য করে মানুষগুলো,
শেষ হাসির জন্য নিজেদের প্রস্তুত করছে।
চে
জেগে উঠছে ওই
সৃষ্টি আর ধ্বংসের মেলবন্ধন শৃঙ্খলে
হাজার পাখীর কলরবে কল্লোলিত দশদিশি।
চে
ক্ষেত খামারে কলে কারখানায় গ্রাম শহর বন্দরে
অসংখ্য চে পায়ে পায়ে উঠে দাঁড়াচ্ছে ।
চে
তুমিই ওদের নেতৃত্ব দেবে
সবুজ ঘাস আর আকাশের দীপ্তমান সূর্য সাক্ষী
গাঢ় রক্তের বিল্পব কেতন ওড়াতে যে হবেই।