একদিন পাখী উড়ে যাবে ভেঙে দিয়ে খাঁচা
ভবের বাজারে শেষ হবে সকল কেনা বেচা ।
যতন করে পাকা সোনায় সাধের খাঁচা বানায়  
ফাঁকি দিয়ে পাখী পালিয়ে গেল যে কোথায় ?


পাখী এখন আকাশ নীলে হোকনা পথ অজানা
এত চেনাশোনা তবুও সে আজ বড়ই অচেনা ।
একদিন এমনি করেই যাব হারিয়ে সুদূরেতে
ধূপ পুড়ে পুড়ে ছাই,গন্ধটুকু থাকবে কি জগতে ?