যে যার মতন করে গায় যদি কেউ
দিনদুনিয়ার নাম জয়গান।
থাকবে কেন বিধি নিষেধ
রাগ বিদ্বেষ মান আর অভিমান।
সূর্য যেমন পূবের আকাশ থেকে
দেয় ছড়িয়ে সমানভাবে কিরণ
ঠিক তেমনি দেয় জুড়িয়ে পরান
      স্নিগ্ধ শীতল দক্ষিন সমীরণ।।

ঝঞ্ঝা ঝড়ে বন্য খরার বিপদ আপদে
সবাই সবার পাশে থাকি
      এই কথাটাই খাঁটি।
কেন মিথ্যে বিভেদ এনে দূরে দূরে থাকি
আসল সত্য সবাই জানি
      মৃত্যুতে সব মাটি।।

বুকের মধ্যে সবার আছে ভালবাসা নদী
একই নাওয়ের যাত্রী সবাই
         পারাপার হতে চাই।
বাগান জুড়ে ফুল ফুটেছে হলুদ সাদা লাল
কোনটা যাবে কার বাড়িতে
      এক ঠিকানায় সবাই পায়।
মিথ্যে খুঁজি গানে গানে গজল ভাটিয়ালী
সবাই আছে মিলে মিশে
       সপ্ত সুরের বন্ধন দুনিয়ায়।।



এই কবিতা আমার প্রিয় কবি শ. ম. শহীদ-এর সৌজন্যে উৎসর্গীকৃত হোল।