হাল হকিকত লেখা পড়ায়
   সরস্বতী চমকে ওঠে ।
লক্ষ্মী তখন আড়াল থেকে
  খিলখিলিয়ে হেসে ওঠে।


অমন করে বাঁকা হাসি
     হাসলি কেন বল?
লক্ষ্মী বলে তোকে নিয়ে
   দেশে চাতুরি আর ছল।


এই জাতীর কিস্যু হতনা
      পরিবর্তনের ছিল দরকার।
বিদেশ থেকে নব্য আমদানি
    ঘরকা মুরগি ডাল বরাবর।


ইনিয়ে বিনিয়ে লক্ষ্মী বলে
     আমার শুধু চাই ডোনেশান।
আমি কেন ভাবছি পরে পরে
      চুলোয় গেলে যাক নেশান।


সরস্বতী নাক উঁচিয়ে বলে
      আমারই বা কিসের দায়।
ওরা আলো না আনবে অন্ধকার
      ওরা নিজেই জানেনা তাই।