জনতার কাছে
এতদিনে বন্ধদুয়ার আজ খুলে গেল।
আহা কি আনন্দ... এ যেন সে
কোন অভিমানে দুয়ার দিয়ে বসে ছিল;
একলা একলা বিজন অন্ধকারে...
নিজের সাথে নিজে ফাগুন বর্ষাতে
অন্য অনেকের মনে মনে আপনমনে
সাথে সাথে কাছে দূরে তর্কে বিতর্কে।


বন্ধদুয়ার দেখে হতাশ হয়ে
কারা যেন দিনে দিনে পশ্চিমে ফিরে গেছে।
কেউতো ছিল ধর্না দিয়ে বসে
ঝরবে কবে অঝোর ধারায় ঝর্ণা ধারা।
কেউ তো ছিল হালকা মেঘে বৃষ্টি ভিজতে...
কেউ তো ছিল হিমেল রাতের শিশির মাখতে...
সে ছিল বরাবর রঙের খেলায় ভীষণ পারদর্শী ...
তাই ট্রামকার্ড ফেলে দিয়ে লড়ে যেত মুখোমুখি
জিতে নিত অনায়াসে সোনালী রৌদ্র কিরণ।।