সে তো বন্ধুর মতোই আমাকে ।
বলেছিল ও ঠিক আমাকে নিতে আসবে
ভুলে গেছিলাম নানান কাজে নানান অছিলায়
সবটাই ভুলে গেছিলাম।
কখনো সখনো মনে হতো ও যে বলেছিল আসবে
কবে আসবে সেটা সে কখনোই বলেনি।
বদলে মিচকি হাসি হেসেছিল;
যাক যখন আসবে বলেছে নিশ্চয়ই আসবে
জাহাজের মাস্তুল তুলে সে এলো আবার চলেও গেল। ভেবেছিলাম ও বুঝি আমায় নিতে এসেছে।
পরে বুঝেছি অন্য কাউকে নিতে এসেছিল।
তাহলে কি আমার যাবার সময় হয় নি!
ও যখন বন্ধুর মত বলেছিল আসবে।
ওকে আমি ভীষণ ভরসা করি,
জানি ও আমাকে ঠিক একদিন না একদিন
নিয়ে যাবে সোনার রথে করে
আর স্বতন্ত্র নন্দন কাননে।