বন্ধু আমার পাশে থেকো
বন্ধু আমায় দলে রেখো।
আমায় ফেলে রেখে যেওনা ।
উজানের পথে সাথে নিও।
পায়ে পায়ে ছন্দ মিলিয়ে দিও
    সুরে সুর বেঁধে ঐক্যতানে গেও।


আমার মেঘলা ধূসর আকাশ
দখিনা বাতাস সেখানে আসেনা ।
ঘন কুয়াশায় ঢাকা রোদ্দুর মাখেনা
     বন্ধু আমায় কিছু রোদ্দুর এনে দিও।


ছুটি দিয়ে গেছে স্বপ্ন, রাস্তা হারিয়ে গেছে,
কোনমতে বাঁচে এই জীবন, ধুঁকে ধুঁকে আজ মরছে।।


শুনেছি তোমরা মুক্তির পথ খোঁজো
পথে যেতে যেতে জীবনের গান গাও ।
স্বপ্ন সন্ধানে আলোর দিকে ধাও
      বন্ধু আমায় কিছু টুকরো আলো দিও।



*কালকের কবিতার গীতিরুপ।