বন্ধু আমার সাথে আছে
বন্ধু আমার পথে আছে
বন্ধু হারালে জীবনটা বড় ফাঁকা
বন্ধু বিহীন রাত্রি ভীষণ একা।


বন্ধু আমার আগুন খুঁজে বেড়ায়
বন্ধু আমার সূর্যের দিকে চায়
বন্ধু এখনো স্বপ্নের দিন আঁকে
বন্ধু ডাকে প্রতি পথের বাঁকে।


ভেবেছি মনে কি হবে তার কথা ভেবে
এগিয়ে গিয়েছি পিছনে বন্ধু ফেলে
তখনি তার কথা বড় বেশি মনে পড়ে
সামনে পিছনে পথটা আঁধার হলে।


বন্ধু হাসলে পৃথিবী জুড়ে
       জ্বলে থাকে কত আলো।
বন্ধু থাকলে ঝড়ের রাতে
        লাগে যে ভীষণ ভালো।
বন্ধু আমার কাছে দূরে
        সুখ দুঃখ সাদা কালো।  
      
বন্ধু আমার সাথে আছে
বন্ধু আমার পথে আছে
বন্ধু হারালে জীবনটা বড় ফাঁকা
বন্ধু বিহীন রাত্রি ভীষণ একা।