আমি কারোর কাছে মাথা ঝুঁকাইনা।
শুধু তোমার কাছে মাথা ঝুঁকাই।
তোমার মধ্যে কি আছে বলো তো?
আমি বাবা মা কারো কাছেও নয়।
কি আছে তোমার মধ্যে ?
কি জাদু? কোন মন্ত্র বলে ?
আমার উঁচু মাথাটাকে ঝুঁকিয়ে দাও।।


কখনো কখনো খুব রাগ হয়
ভাবি তোমাকে ছেড়েই দেবো।
কারণ তুমি আমাকে আমার আপনজনের
কাছ থেকে দূরে নিয়ে যাও।
আবার, তোমাকে ছাড়া যে খুব
অসহায় লাগে।
পৃথিবী তখন জমাট অন্ধকার।
অন্ধের লাঠির মতো
তোমার উপর নির্ভর করতে থাকি।
আমি খাই'বা না খাই
তোমাকে খেতে দেবার কথা ভুলিনা।
আমি কি তোমার ক্রীতদাস?
কি দিয়ে আমাকে কিনেছো তুমি?
ঠিক করেছি আমি আর ক্রীতদাস নই!
জীবন যাপন করবো মাথা উঁচু করে।  
সবুজ প্রকৃতিকে দেখে নেব ...
মাটি কে চিনবো মানুষকে চিনবো...
প্রকৃতির সঙ্গে দুটো কথা বলব।
তাতে যদি তোমায় ছাড়তে হয় ছাড়ব।


তবে যদি বন্ধুর মত রাখতে পারো
সাথে রয়ে যাব চিরদিন।


** মুঠোফোন **