বলি বটে জীবন জলের মতো।
কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয়,
কখনো কঠিন ঠিক বরফের মতন
কখনো মরীচিকা মরুভূমিতে যাত্রী যখন।
বন্ধু হঠাৎ কোথায় গেল?
ফোন শুধু বেজে যায় পরিচিত রিংটোন
"যদি বন্ধু হও হাত বাড়াও"
কিন্তু কোথায় কি !
অস্থির মন শুধু পায়চারি উচাটন।


বুকে ছিল অসহ্য ব্যথা।
রিপোর্টগুলো সব ঠিকঠাকই ছিল।
তবে কেন সাড়া-শব্দ কিছু নেই
বহু দূরে প্রবাসী আমি,
মন যেন সাহারা, শুধু আতিপাতি খুঁজি।
বন্ধু কোথায় কেমন আছে?
হয়তো বন্ধু ভালো হয়তো শরীর খারাপ!
কেউ তো খবর দেবে
পাখির ঠোঁটে খড়কুটের মতন খবর আসুক।
সে খবর যেন ভালো হয়।