বন্ধু বোধহয় আমার কথায় করেছে ভীষণ অভিমান।
তাই আসেনা আমার বাড়ি বিষণ্ণ দিন মন করে আনচান।


বন্ধু কি এমন করেছি বল তাই ফেলে গেলি অমন করে।
আমার দিন কাটেনা রাত কাটেনা বকুল যায় যে ঝরে।


বন্ধু তোর জন্যে কষ্টে বাঁচি যেমন মাছ থাকে বিনা জলে।
বৃষ্টি বিনে জমিন ফাটে তোর জন্যে পরান যে যায় জ্বলে।


কেউ না জানুক তুই তো জানিস তুই থাকলে কি কি হয়?
অমবস্যায় চাঁদ ওঠে, জুঁই চামেলি ফোটে পাখিরা গান গায়।


বন্ধু আয় না ফিরে দিলাম কথা তোর কথায় হবে শেষ কথা।
দে এনে দে বসন্তদিন জুড়িয়ে দেনা মনের ব্যকুলতা।