বর্ণমালার বাজারে যেতে দেরী হয়ে গেল
একরাশ হাহাকারের মতন শুন্যতা বিরাজ করছে।
কারা যেন এসে সবটা নিয়ে গেছে
গাড়ি গাড়ি কাঁড়ি কাঁড়ি বাজার উজাড় করে।
ওদের নাকি আজ ময়দানে বিশাল জনসভা।
চাল ডাল সুস্থ সমাজ সভ্যতার
চোর ডাকাত ঠগ গদ্দারদের,
নাকি তুলোধোনা করা হবে বর্ণমালার ধুনুরিতে।
নিজেদের কষ্টি পাথরে শুধরে নিতে এবং
দেশ সমাজ শোধন করতে।


বর্ণমালারা ভয়ে জড়সড়
ওদের বুক কাঁপে থরথর
কি জানি কিভাবে কার ব্যবহারে
কাদা মেখে ফিরতে হবে ঘরে।
ওরা অবাক এবং সব্বাই হতভম্ব
এ যেন ভুতের মুখে রামনাম শোনা যায়।
অসৎ জন নামাবলী গায়ে নাটকের মহড়ায়।
নর্দমা মুখে উঠে আসছে সব পবিত্র বানী
শুকনো ডালে বসিয়ে দিচ্ছে নকল যত ফুল।
জনতার আহাজারি, দেয় ঘন ঘন করতালি
মুখে বলে বাহ এইতো চাই।


তখন বর্ণমালারা একত্রে চিৎকারে প্রতিবাদ করে।
আমরা চাইনা এই চাটুকারদের ঝোলায় থাকতে।
এরা ঘন ঘন গিরগিটির মতন রঙ পাল্টায়।
চিরকাল চিরদিন কেউ ক্রীতদাসে থাকে না?
আজ আমরা এইক্ষনে একসাথে
লাল কৃষ্ণচূড়ার মতন স্বাধীন সত্ত্বায় বাঁচতে চাই।