রিক্ত প্রকৃতির ছাই মাখা শরীরে
বল্কল যত সব ঝরে গেছে
শুকনো ডালে ওই বুঝি বসে পাখী
খুঁজে ফেরে তাঁর সাথী
ডাক দেয় শীষে আমি তোমায় চায়।


বসন্ত আসে চুপিসারে কিশলয়ে
সবুজের রেখা টেনে বলে আসছি
ফুল আর ফলের সম্ভাবনা নিয়ে
একটু অপেক্ষা কর হে প্রিয়া মোর
সন্ন্যাসিনী বেশে নয় হলুদের আবেশে।