এই বর্ষায় ফাগুনের গান গেয়ে চলে যায় অজানা পাখী
মেঘে মেঘে আকাশ ভরেছে সোনা রোদ্দুর দিয়েছে ফাঁকি।


জল প্যাচপ্যাচে রাজপথ জুড়ে আকাশের কালো নেমে এলো
রাত্রিরেতে জ্বলবেনা আলো বিদ্যুৎ বাবু সব জানিয়ে গেলো।


বারবার শুনি মেঘ গুরগুর আসবে কি যে আছে বহুদুর
আকাশের বুকে চেরা চেরা জিভ বৃষ্টি হবেই জানি ভরপুর।


টিনের চালে বৃষ্টির ঝালা, রান্নার ঘরে আজ বুঝি তালা
নেই যে ঘরে একমুঠো দানা রেলিং ধরে ভাবছে কী বালা?


দরজা খুলে ওই কে এলো? সে শ্যামসুন্দর বালার নেলো
হাতভরা তাঁর দানাপানি দেখে বালার দুচোখে বৃষ্টি এলো।