তপ্ত রোদ্দুরে
যেমন গাছের পাতারা মুষড়ে পড়ে,
তোমার কঠোর ভ্রুভঙ্গিতে আমি এখন তাই।
তেমাথা আখার আগুনে
যেমন ভাতের হাড়ি উতপ্ত হয়ে ওঠে আমিও তাই।
বৃষ্টি ফোটায় মাটি যেমন ভেজে
তোমার কোমল করস্পর্শে আমি ভিজতে থাকি।
বাতাসে সোঁদা গন্ধের মতন
শিরায় শিরায় খুঁজে বেড়াই তোমার কাছে হারিয়ে যেতে।


জলের রুপালী বুদবুদের মতন
টুপ করে ভেসে উঠি, তোমায় কিন্তু পাইনা।
ফুলের মতন রক্তরাগে ঝরে যাই
কে বা কারা যেন দুপায়ে দলে ওপারে চলে গেল।
একে একে সবাই এলো আর গেল
তুমি কিন্তু আর ফিরে এলেনা।
ফাগুনের দোহায় দিয়ে চিরন্তন অপেক্ষায় রেখে গেলে।