দারুন সুন্দর ছবি এঁকে দিলে কবি
লিখে দিলে সাদা কাগজের পাতায়।
আঁকিবুঁকি দিয়ে গড়া জ্যান্ত জলছবি
পত্রে পুস্পে যেন ওরা বৃষ্টির গান গায়।


গাছ কবেই ঝড়ে ভেঙে গেছে
সেখানে ভুলে আর পাখী বসেনা।
পথভোলা বাতাস এসে ফিরে গেছে
ভুলেও ফুলেরা আর গাছে ফোটেনা।


তবু একবুক অভিমান,একরাশ আশা
আকাশের দিকে চায় বোবা তার ভাষা।
কি জানি কেমন করে গাছ পায় ভরসা
মেঘ বলে আসছি নিয়ে আগাম বরষা।


সত্যি সে রাতে মিষ্টি বৃষ্টি এনে দিল
টিপটিপ বৃষ্টিধারা যেন মৃতসঞ্জীবনী।
প্রায় মৃত গাছে তাই প্রাণ এনে এলো
নাচে আর গায় সুন্দর শ্যামল শ্রাবণী ।