বৃষ্টি এলো বৃষ্টি এলো...
চোখের পাতা ঝাপসা হল ।
দূর আকাশে চিলগুলো
পাখনা জোড়া মেলে দিল।


বৃষ্টি এলো বৃষ্টি এলো...
একটু আগে রোদ ছিল
চাষার বউ গাল দিল।
সাধের শাড়ি ভিজে গেল।


বৃষ্টি এলো বৃষ্টি এলো...
চাষি মাথায় টোকা দিল
কান এঁটো হাসি পেল
বউএর কথা মনে এলো।


বৃষ্টি এলো বৃষ্টি এলো...
আকাশ কালো মেঘ ছিল
মেয়ের মনে শঙ্কা ছিল
কে যেন ছাতা বাড়িয়ে দিল।


বৃষ্টি এলো বৃষ্টি এলো...
স্কুলে যেতে দেরি হল
বুকের ভিতর ভয় ছিল
(তাই) কচুর পাতা মাথায় দিল।


বৃষ্টি এলো বৃষ্টি এলো...
দুজনে পথ হাঁটছিল
গাছের তলে দাঁড়িয়ে গেল
বকুল ঝরে পড়ছিল ।


বৃষ্টি এলো বৃষ্টি এলো...
সজনে গাছ দুলছিল
পাখীর বাচ্ছা ভিজছিল
মা পাখী সব দেখছিল।


বৃষ্টি এলো বৃষ্টি এলো...
রাস্তায় বড় কাদা ছিল
দূর্বার গাড়ী ছুটছিল
পোষাকে কালো দাগ হোল ।


বৃষ্টি এলো বৃষ্টি এলো...
স্টেশনে ট্রেন ঢুকছিল
পড়ি কি মরি ছুট ছিল
হাতলে হাত ঠিক ছিল।


বৃষ্টি এলো বৃষ্টি এলো...
গাড়ীর ভিতর ভিড় ছিল
একদিক জলে ভিজছিল
শহরমুখী গাড়ী ছিল ।


বৃষ্টি এলো বৃষ্টি এলো...
ধরেতে প্রাণ ঠিক ছিল
মুখের ভিতর পান ছিল
প্রবল চাপে এ কি হোল।



ক্রমশঃ