আজ আবার সেই শ্রাবণদিন
জুই রজনীর সাথে বৃষ্টিদিন ।


ঠিক যেন অতল জলের আহ্বাণ
ধূপের ধোঁয়ায় পরিচিত ছবিখান ।


পাল্টে যায় দিনক্ষণ আর সময়
দেখানো সরণী এখনো বহ্নিময় ।


যেকোন ক্ষণে যেকোন আবেগে
ফুলেরা ফোটে রাগে অনুরাগে ।


কাজল কালো আঁখির কৃষ্ণকলি
ব্যতিব্যস্ত শহর থেকে শহরতলী।


শানবাঁধানো ঘাট আর প্রাচীনবট
হারিয়ে গেছে নীল আকাশের পট ।


বুকের ভিতর জ্বালিয়ে রবির কিরণ
তোমার গানেই খুঁজি জীবন মরণ ।


আর এক বটের তুমিই স্নিগ্ধছায়া
হৃদয় জুড়ে সাতসতেরো মায়া ।