আজ বৃষ্টির ধারাপাত, আমার শহর জুড়ে
       মেঘের বাড়ি বুঝি শহীদ মিনারে ।
কি করি এখন? পিছুটান ফেরারি মন
       ইলিশ খিচুরি দিন গিয়েছে ফিরে।


যা ঘটবার নয় কাল তাই ঘটে গিয়েছে
       জন্মদিনে মৃত্যু তাকে নিতে এসেছে ।
ভিক্টোরিয়ার মাঠে চেরা বিদ্যুৎ ঝাপট
       স্পন্দনহীন শরীর রেখে গিয়েছে।


বৃষ্টি বেহাল রাজপথে বেপরোয়া শকট
       গতি তার তীব্র থেকে তীব্রতর ।
ভিনদেশী দুটি তারা খসে গেল ধাক্কায়
      কলঙ্ক লেপে দিল সেস্কপিয়র সরণির।


বৃষ্টি তোমায় চেয়েছি, চাইনি ঘূর্ণাবর্ত
      যার যতটুকু সেটাও যে হারায় ।
মুখ শুকনো করে আকাশের দিকে মুখ
     রিক্সাওয়ালা ভাবে বৃষ্টির কি শেষ নাই!
    
আজ শাওনের পূর্ণিমাতে কোথায় ওরা যায়?
        শ্রাবণধারায় কে রবির গান গায়?
এসো বৃষ্টি গাও বৃষ্টি, বৃষ্টি থাকুক চোখ জুড়ে  
        জানিনা বৃষ্টি কেন জাগিয়ে রেখে যায় ?