আমি সহজ হতেই চেয়েছিলাম
ঠিক যখন যেমন পাত্রের জলের মতন
ঠিক সকালের নরম রদ্দুরের মতন
নিস্পাপ সজনের ফুলের মতন
বুনোহাঁসের হাঁসের ঝরা পালকের মতন
পথে ভিজে পায়ের ছাপ রেখে যাবার মতন
হাল্কা হাসি গাছের সবুজ পাতার মতন।


তোমার রুক্ষতায় বাগান শুকিয়ে গেল
এখন শুধু ফুল নয় কাঁটার ভিড়।


তোমার অবহেলায় হয়ে গেছি হিমবাহ
চঞ্চলতা হারিয়ে ফেলেছি পেয়েছি স্থবিরতা।


তোমার কঠিন দৃষ্টিতে হয়ে গেছি বাস্পময়
আমি এখন দিশাহারা যাযাবরের মতন।


তুমিই পারো তোমার আদ্রতায়
আমায় আবার বৃষ্টির মন্ত্র শিখিয়ে দিতে
তোমার শরীরী আমন্ত্রনে কাছে ডেকে নিও
আমি যেন বৃষ্টির ফোটা হয়ে ঝরে পড়ি
তোমার মাথার চুলে এখানে ওখানে সবখানে...