কেউ যেন বলেছিল
বেঁচে থাকতে গেলে বৃত্তটাকে বড় করতে হয় ।
আমি চেষ্টা করেও আর পারছিনা
ক্রমশ ছোট হয়ে যায় বাস্তব পরিস্থিতিতে ।
তুচ্ছ কারণে সম্পর্করা হারিয়ে যায়
একা জেগে থাকি অচেনা এক তারার মতন ।
কত ব্যস্ত এই জগত সংসার
একান্ত তাচ্ছিল্যতায় আঁধার ঘরে পড়ে থাকি ।
হাতে পায়ে ইন্দ্রিয়তে লাট্টুর দম শেষ
কেউ নেই বিশ্বচরাচরে যে বলবে কেমন আছ ?
ঐকান্তিক ইচ্ছা অনিচ্ছায় স্বার্থান্ধ হয়ে
বিশাল বৃত্তটাকে বিন্দুর মতন ছোট্ট করে ফেলেছি ।
তবু এখনো কেউ যেন বলে চলেছে নিরন্তর
বৃত্তটাকে বড় কর... বৃত্তটাকে বড় কর..