অজানা কখনো চেনা আবার অচেনা ;
কখনো খুব কাছের আবার খুব দুরের ।
কখনো সাদা পাতা কখনো হিজিবিজি
কখনো স্বচ্ছ আকাশ কখনো কুয়াশা ।


ঢেকে রাখা সবুজ ঘাসেরা হয়েছে হলুদ;
গোলকধাঁধায় ঘুরপাক খাওয়া যে পথিক ।
হারিয়ে যাওয়া মানুষ চেনা থেকে অচেনা
যে শিশুটা জন্মালো সে অচেনা থেকে চেনা ।


এই দেশ তোমার আমার সবার খুব চেনা;
গোলবৈঠকে বুকের মাঝখানে কাঁটাতার।
বাটি ঘটি পথ মাটি এক লহমায় অচেনা;
উঠোনের পাতিলেবু গাছটা আজ অজানা।


তুমি ও ভিক্টোরিয়ার পরীর মতন সুন্দরী
শিল্পীর স্পর্শে হয়েছ জীবন্ত এক প্রতীক।
কখনো মত্সগন্ধা কখনো তুমি পদ্মগন্ধা
বুঝিনা অনন্যা এই চেনা এই ঘনতুষারাবৃতা।