এবার হারিয়ে যাব উত্তাল জনসমুদ্রে
যেখানে আলোর প্রবেশ নিষেধ হয়তো সেখানে ।
বিনা অনুমতিতে যেখানে প্রবেশ করা যায়না সেখানে !
একটু আলো মেলে ধরলেই ওরাও দেখবে জানবে চিনবে।
বাতাসের আন্দোলিত সবুজ কিশলয়, সাগরের তরঙ্গমালা;
জীবজগতের কত অজানা তথ্য উন্মোচিত হবার অপেক্ষায়।


যাবে কি আমার সাথে পায়ে পায়ে?
চির তুষারাবৃত অজানা কোন পর্বতগুহায়।
এখনো অনেক রোমাঞ্চিত ঘটনার মুখোমুখি হতে !
পদে পদে বিপদ, মৃত্যুর হাতছানি, ঘরে ফেরা যাবেনা।
শিকার শিকারির বাঁচন মরণের সাক্ষী হতে থাকবেনা !
কেউ হারে কেউ জিতেও মৃত্যুর উপকুলে পৌঁছে যায় ।


জানি সুচরিতা,এপথ তোমার নয় ফিরে যাও ;
আগ্নেয়গিরির লাভাস্রোত কোনদিন দেখিনি
     তাইতো চলে গেলাম চাঁদের পাহাড়ে  
     যাও তুমি ফিরে যাও আপন ঘরে ।