তখন তোমার মুখে এসে পড়ছিল
চলকে ওঠে অপূর্ব পূর্ণচন্দ্র আলো।
তুমি যেন তখন অন্য গ্রহের বাসিন্দা
অপূর্ব মোহিনী মায়ায় লেগেছিল ভালো।
চাঁদ বুঝি লজ্জা পেয়ে নিজেকে লুকালো।
তোমার কাছে এসে আঁধার থমকে গেল।
আমার তখন মুখের কথা ফুরিয়ে গেছে,
ঠিক তোমার কাছাকাছি এসে।
শরীরে বাস করছে আশ্চর্য সম্মোহনি
আমি নই মানানসই ঠিক তোমার পাশে।