বাহারী মরসুমের মতন হাসি ।
যখন অবিরাম  ঝরে পড়ে
অনিমেখ চেয়ে থাকি
অনেক কথা ছিল
বলা হলনা
আমার ।


পাতাবাহারের মতন চেয়ে থাকো ।
যেন আদিগন্ত অপেক্ষা করে
তোমার করুণা পেতে;
দুহাত পেতে বলি  
একবার দেখো
আমায় ।


সাগরের ঢেউ-এর মতন প্রাণচঞ্চল ।
বার বার তীর ছুঁয়ে ফিরে যাও
যেতে যেতে ফিরে চাও  
বালুকণা রাশি নিয়ে  
তেমন নেবে
আমায় ।


ঘূর্ণিঝড়ের মতন তুমি লাগাম ছেঁড়া ।
শুকনো পাতা কত দাও উড়িয়ে
অবনত বৃক্ষশাখার প্রার্থনা
মিশিয়ে দিওনা ধুলায়
মর্যাদা অহংকার
আমার ।