চেনা আকাশটা যখন অচেনা হয়ে যায়
কেমন একটা অস্বস্তি হয়।
ভাবি হয়তো কাল নয়তো তার পরদিন
মেঘলা কাটিয়ে ঠিক হবেই সূর্যোদয়।


চেনা পথটা যখন দুর্জনের দখলে
আশপাশের সুজন খুঁজে করি শক্তি সঞ্চয় ।
তখন বুঝে বুঝে চলি আর বলি
দিন এমন হলে যেন গতিপথ না রুদ্ধ হয়।


চেনা নদীটা যখন গতি হারিয়ে ফেলে
চেষ্টা করে সে অন্য গতিপথ খুঁজে নেয়।
হয়তো খুঁজে নিতে গিয়েও পারেনা।
বিশ্বাসঘাতক উৎস, তখন নদীর মৃত্যু হয়।