চেনামুখের মানুষটা হটাত হয়ে যায় একটা ছবি
ধুপের ধোঁয়ার আল্পনায় রজনীর মালা দুলছে  ।
বুকের ভেতর পরান পাখীটা ডানা ঝাপটায়
নিথর সমুদ্রে উথাল পাথাল ঢেউয়ের প্রলাপ।


একদিন নয় দুদিন নয় বহু দিনের আত্মীয়তা
দেখা হলেই একমুখ হাসিতে ''প্রভু হবেতো''?
তত্ক্ষনাত উত্তর ফিরে যেতো ''অবশ্যই হবে ''
কি হবে কেন হবে ওটা আর একটা কাহিনী!


উষ্ণতার প্রাচীর ডিঙিয়ে গভীর এক শীতলতা
স্মৃতির পাতারা এক এক করে খসে পড়ছে ।
গম্ভীর এক পরিবেশে বিসর্জনের নিস্তব্দতা
চেনামুখের মানুষটা হটাতই হয় একটা ছবি ।