মানুষটা তার চোখ দিয়ে ছবি আঁকে
কখনো ফুল বাগানে, কখনো পথের বাঁকে ।
হাত পায়ের জীর্ণতাকে সরিয়ে ফেলে
অতীত থেকে বর্তমান, ভবিষ্যতের কোলে ।
ছোট্ট একটা ক্লিক দিয়ে সময়টাকে ধরে
আবেগঘন মুহূর্তকে ফ্রেমে বন্দী করে ।
ধরে রাখে পাখির উড়াল, ফুলের যত খুশি,
পথচলতি পথিকের অভিব্যক্তি রাশি রাশি।


এই ফাগুনে কবির কলমে কবিতা জন্ম নেয়
এই মানুষ ও ছবি দিয়ে কবিতা রেখে যায় ।
মন কি তার চারদেয়ালের ঘরে থাকতে চায় ?
শহর নগরে ক্যামেরা সঙ্গী যাযাবর হতে যায় ;
আকাশ যেখানে ঝুঁকে পড়ে সবুজ ধানের ক্ষেতে
মন সেখানে পরিযায়ী হয় আনন্দেতে মেতে ।
একের পর এক মুহুর্তের ছবি বুকে ধরে রাখে
এই মানুষটা ছবির কবি, কবিতার ছবি আঁকে।