সাদা কালো ছবির পরতে পরতে ছিল রঙের বাহার ।

অপু দুর্গার রেল দেখবার দৃশে হাসির রঙ ছিল সাদা।

দূর্গা যখন মারা গেল সর্বজয়ার কান্নার শব্দ হারিয়ে গেল ।

আকাশের গন্ধ নিয়ে অপুর তীর মাটিতে নেমে এলো ।

মৃত ইন্দির ঠাকরুনের মুখে বসা মাছি মৃত্যুকে চিনে ছিল।

দিদি চুরি করেছিল,  অপু পুঁতির মালাটা আবিষ্কার করে বুঝলো ।

অনেক কথার জবাব দিদি দেয়নি, নিস্পাপ হাসিতে লুকিয়েছিল।

মিঠাইওয়ালা বায়োস্কোপ-ওয়ালারা স্বপ্নের জাদুকর ছিল ।

সাপের খোলেসের মতন পড়ে থাকে ভিটে মাটির ঘর ।