বড় অন্ধকার ।
আলোটা জ্বেলে দাও...ওহ
আজ তো সবায় গেছে আনন্দগানে ।
আমিই ছিলাম ঘরে পড়ে । যাহ্‌ লোডশেডিং !
পর্দাটা তাও কত অন্ধকার ! জানালাটা !
অদ্ভুত অন্ধকার ; কটা বাজে ? ঘড়ি যে বন্ধ !
হৃদপিণ্ডের মতো টিক টিক বাজছেনা
কালতো ঠিক ছিল বিশাল ঘড়িটা;


মুঠোফোন; না সেটাতো ধারে কাছে নেই ।
কোন শব্দ ! নাতো কোন শব্দ নেই কেন ?
আমার নিঃশ্বাস-এর শব্দ না এটাও তো শুনছি না ।
ওরা ফেরেনি কেন ? ওদের যে ফেরার কথা ছিল ।
শরীরে চিমটি কেটে দেখি, নাহ ব্যথা লাগছে না ।
একটু ব্যথা লাগলে বুঝতে পারতাম যে আমি ...
হাসি পাচ্ছে । মাঝে মাঝে ব্যথার কত প্রয়োজন ।


ওকি তুমি কে ? তোমায় তো চিনি না !
কি করে আমার ঘরে এলে ?
এত আলো কেন তোমার শরীরে ?
আমাকে নিয়ে যেতে এসেছ ?
কি আমাকে যেতেই হবে ! নাহ...
দৈববাণীর মত তোমার কথাগুলো -
''তুমি আমাকে শয়নে স্বপনে জাগরনে নিয়ে আসো ।
তাই তো তোমাকে আজ আমি নিতে এসেছি ।
চলে এসো ... চলে এসো... চলে এসো...''