একবার যদি বলতে 'চলো যাবে '
      তোমার সাথে চলে যেতাম ।
ছোট ছোট টেউ-এর সাথে মিলে
      নিজেকে ভাসিয়ে দিতাম ।
মল পরা মেয়ে যেমন পথ চলে
      কখনো তেমনি করে যাও ।
অলংকার পরিহিতা গরবিনী রমনী
      যেতে যেতে কেন পিছু চাও ।
কখনো মেঘমল্লারে টুংটাং রবে
      আত্মহারা বৃষ্টি মাখবে বলে।
কখনো মালকোষে রাগ বিস্তার
      পূর্নিমার জোত্স্না শরীরে গলে ।


একবার যদি বলতে 'চলো যাবে '
      তোমার সাথে চলে যেতাম।
ইশারায় বোঝাতে চেয়েছি কত
      ভালবাসায় ভরিয়ে দিতাম।
আজ দেখি সারা শরীরে কত ক্ষত
     কোথায় সে তনু তরলিতচন্দ্রিকা ।
কোথায় সে বেগবতী পাগলপারা
     শত বন্ধনে হয়েছ শ্রীহারা রিক্তা।
ভালবাসার কাছে এবারে শপথ  
     সরিয়ে আবর্জনা দেব মুক্তি ।
আমি নাহয় একপাশে থেকে যাব
    সুক্তিতে মুক্তি সাগরেতে সুখ কি?