ছুটি পেয়েছি ।
বেশ কয়েকদিনের ছুটি ,
তোমাকে নিয়ে যাব দুরে কোথাও; যাবে সাথে ...
ও তোমার যে পায়ের ব্যথা... আমারও হাঁফ লাগে ।
ওষুধগুলো নিয়ে নেবে? নাকি নেবার দরকার নেই।
ভাবছি ওগুলো আজ সব ফেলে দেবো ।


ভাবোনা তুমি অষ্টাদশী আমার এখন একুশ বছর।
ভাবো এখন যে শেকলগুলো সেগুলোর একটাও নেই ।
আজ আমরা বন্ধনহারা ডানা মেলা দুটো পাখী ।
মনে আছে তোমার নিশ্চয় মনে আছে ... তুমি বলতে না !
ওইযে আকাশ যেখানে মেশে চলো সেখানে যাব ।
একদিন শুরু করেছিলাম পথচলা সেখানে যেতে ।
যতদুর গেছি আকাশ ততই দুরে সরে গেছে ।
একসময় বলতে বাধ্য হলাম চলো ফেরা যাক ।
          আবার কোনদিন হবে না হয় ।
সেদিন চাঁদের জোছনায় ভিজতে ভিজতে ফিরেছি ।
ইচ্ছাটা যে রয়ে গেছিল মনের ভিতর ।
কতদিন পেরিয়ে গেছে সময় হয়নি,
সেদিন আজ হয়েছে, যাবে নন্দিনী !
          চলোনা যাই ।