চুপচাপ আছি মানে চুপ করে নেই
ঝুপঝাপ সময়টা পিছে সরে যায় ।


দুখী দুখী মুখে মা কৈলাশে যায়
রিমিঝিমি  বৃষ্টিটা নিয়েছে বিদায় ।


ঘুমঘুম চোখে দেখি সূর্যিটা হাসে
নীলনীল আকাশেতে সাদা মেঘ ভাসে ।


রুমঝুম করে কার নুপুর যে বাজে
লাজোলাজো মুখে কাজ তারই সাজে ।


টুংটাং শব্দে দরজাতে ছুটে যায় ।
ক্রীং ক্রীং সাইকেল কি একটা দিয়ে যায় ।


চকচকে মোড়কটা যেন আনন্দ বৃষ্টি
ঝকঝকে সকালটা তাই কি ভীষণ মিষ্টি !


ঘনঘন দরজায় আবার কে ধাক্কায়
বনবন মাথা ঘুরে পড়ে যাব শেষটাই।


বকবকে বক্তাটা কি যে সব বলে যায়
চকচকে মোড়কটা ফেরত সে নিতে চায়।


গোল গোল চোখে তাই শেষমেশ বলে দিই
বোল বোল হরিবোল সে'যে আছে পেটে ভাই ।


@রক্তিম