দারুন মনোরম ছবি
যেটা মনকে করে কবি।
ফুলের সুবাস বাতাসে মিলায়
ডাকলে পাখী হৃদয় দোলায়।
ভিড়লে তীরে মাঝি
ভিড়ের মাঝে খুঁজি
এখনও সময় হয়নি
ভিতর থেকে বুঝি।
হঠাৎ কানে গান শুনি
মাকড়ের মতন জাল বুনি।
বুনতে বুনতে আকাশ মেঘলা
বড্ড বেশি একলা একলা।
মন যে কেমন করে
বরফ সাদায় পূর্ণিমা ঝরে।
মন যে কেমন করে
আমি তখন ভীষণ জ্বরে।
আমার ভিতর ঘরে
এলোমেলো ভীষণ ঝড়ে।


ঝড়ের পরে দেখি
দাঁড়িয়ে আছো একী।
সেই পুরাতন হাসি
হোকনা যতই বাসি।
তুমুল ভালোবাসা বাসি
রশি এখন গলার ফাঁসি।