একবার আসবি কথা আছে
নদীর ধারে ব্রিজের কাছে ।
মনে রাখিস আসতেই হবে
তখন সূর্য্য যেন না ডোবে ।


যাবার সময় পিছনে ডাক
মাখন আনিস টাকা রাখ ।
পথের মাঝে আবার বাধা
রাস্তা কেটে পথটা আধা ।


আশ কাটিয়ে পাশ কাটিয়ে
মিনিট পাঁচেক যায় দাঁড়িয়ে ।
মালগাড়ি যাবে সিগনাল লাল
আমার তখন হাল বেহাল ।


আমার কপাল ত্রিশুল আঁকে
অবুঝ বাচ্চা পথের বাঁকে ।
রাস্তা জুড়ে ট্রাক আসছে
রাস্তার মাঝে সে হাসছে ।


বুকের ভিতর মাদল বাজে
অবুঝ বাচ্চা কিচ্ছু বোঝে নাযে।
দেদার ছুটে তারে বাঁচাই
মা'য়ে ছা'য়ে কাঁদছে দুজনায় ।


ঠিক তখনি সূর্য্য গেল ডুবে
ব্রীজের ধারে আর কি সে রবে ?
সত্যি যদি থেকে থাকে ভালবাসা
থাকবে অপেক্ষাতে আমার চরম আশা ।