সুর অসুরের সমর চলে দিবারাত্র
আমি দেখি, নিত্য দেখি
নিতান্ত নিরপেক্ষতায়
বাক্য অস্ফুট
অবস্থায় ।


প্রেমে অপ্রেমে কেটেছে কত যুগ
ভালবেসে কেঁদেছি অনবরত
না ভালবেসেও পারিনি
রুদ্ধদুয়ারে আঘাত
অনর্গল ।


কালে অকালে তুমিই সাথে ছিলে
তবু দুহাত বাড়িয়ে বলিনি
ওহে সখা দূরে কেন?
এনেছ কি সুজন
মৃত্যুবাণ ।


স্রোতে অস্রোতে জীবনের কাছে নিয়েছি
অভিজ্ঞতার ডালি যে পরিপূর্ণ ।
তবু কেন যে মলিন মুখ?
অন্তসলিলায় বহে
রোদন ।