১)
শব্দেরা পাশাপাশি কেমন করে হাসাহাসি
লাগেনা মোটেই খুব একটা ঠাসাঠাসি ।
এমন কিছু আছে বর্ণ বসলে পাশাপাশি
মনে হয় দেবো ফাঁশি নয়তো যাবো কাশি।
দুয়ার জুড়ে ভোটবসন্ত, অন্তরে বাঁকা হাসি;
দিন ফুরিয়ে রাত্রি সকাল, জনগণ পান্তা বাসি।
২)
তুমি এলে ভুবন জুড়ে তাই কি এতো আলো
তুমি এলে কানন জুড়ে তাই কি ফুলেরা ফুটল ।
তুমি এলে তাই প্রেমতরণী দুরন্ত বেগে ছুটল;
আমার এ বন্ধ্যা জীবনে সবুজের বান ডাকল।
৩)
নারী তুমি যুগে যুগে দাসী হয়ে থেকেছ সংসারে
নারী তুমিই দিয়েছ আগুন পরীক্ষা বারে বারে।
নারী তুমি অন্যের খিদে মিটিয়ে থেকেছ অনাহারে
এবার চিৎকার করো নারী, সত্যি বাঁচার অধিকারে ।
৪)
আজ মিছিল ! কাল মিছিল ! পরশু আবার হবে মিছিল !
মিছিলে মিছিলে ছয়লাপ, মিছিলে ওরা কারা সামিল?
ওরা কারা? ওরা বুঝি কাজ হারা? ওরা বুঝি সর্বহারা ?
খেলা নাকি হবে এইবেলা,তাই দলবদলের চলে মিছিল ।