১)
থাকতে পারিনা আমি আমার মতো
হয় জ্বলে যায়, নয় থুতু দেয়, প্রতিবেশী সব যত।
সামনে পিছনে সঙ্কট শত , কথার ছুরিতে নিত্য ক্ষত।
বোবা কালা অন্ধে  করি দিনগত , আমি আমার মত।
২)
কোথায় যাবো? এই পৃথিবী যদি মুখ ফেরায় ।
কোথায় পাবো? শীতল ছায়া সবুজেরা যদি ফুরিয়ে যায়।
কোথায় মেটাবো? স্নিগ্ধ স্বচ্ছ ঝর্নায় যদি বিষ মিশে রয়।
দেশের মাটি রাখতে পরিপাটী সব্বাই এসো হাত মেলাই।
৩)
এমনি করেই নদী যাও বয়ে যাও ঐ সুদুর মোহানায়
এমনি করেই ফুলেরা সব ফুটে থাকো আগামীর ইশারায়।
এমনি করেই বৃষ্টিধারা যেন মাটির বুকেই পায় ঠাই;
এমনি করেই জীবনে ছন্দ প্রাণে আনন্দ যেন ভাষা পায়।
৪)
কি অধীর আগ্রহে রাত্রি জেগে থাকা।
হৃদয় জুড়ে প্রাগৈতিহাসিক ছবি আঁকা
জানিনা শেষমেশ কি আছে রক্তলেখা?
জবাব দেবেনা একলা আকাশের চাঁদ বাঁকা।