১)
আত্মার সাথে আত্মকথন দারুন করেছ যতন
অহঙ্কারের আস্কারা যদিও জানি হবেই পতন।
খ্যাপা খুঁজে মরে বিশ্বজুড়ে সেই অরূপরতন
জানবে যখন তখন সে সমুখপানে শমন।
২)
সকাল বেলা বেশ মিঠে কড়া
এমন এক আগুন বৃষ্টি ঝরা ।
বক্ষে আগুন চক্ষেতে জল ভরা
ওপারে স্বর্গপাড়া এপারে সর্বহারা।
৩)
চাইলেই পিছনে ফিরে যাওয়া যায়।
যদি ও জানি কবিরা চড়ে টাইম মেশিনে।
দেখে নেয় শিখে নেয় তুলে আনে ফুল
স্মৃতির অবগাহনে ভিজে যায় এই ফাল্গুনে।
৪)
কিছু তো একটা করতেই হয়।
তা'নাহলে নতমস্তকে থাকতে হয়
ভিক্ষা অন্নে তুষ্ট থাকতে হয়
অবহেলায় ফেলে দেওয়া রুটি কুড়াতে হয়।
কিছু তো একটা করতেই হয়।
তা'নাহলে নতমস্তকে থাকতে হয়।