১)
কবিরা রাত্রি জাগে শপথ নেয়
দিন রাত্রির পাঠশালায় পাঠ নেয়।
প্রকৃতির ভাষা বুঝতে মাটিতে কান পাতে
মানুষের আর্তনাদে পায়ে পা মেলায় রাজপথে ।
কবিরা রাত্রি জাগে...
২)
সেইদিন আর কতদূরে এখনও কি রাত্রি বাকি...
এখনও কি হয়নি সময় আগুনের মত গনগনে...
এখনও কি দাসত্ব শৃঙ্খল হাতে পায়ে হৃদয়ে...
তবে আর কেন? এই বেশ আছি চেয়ে প্রভু পানে।।
৩)
একদিন পথ খুঁজে নেবে আগুন
সেইদিন চাঁদ ছুঁয়ে যাবে হৃদয় কানন।
সেইদিন এক ছাদের নিচে মহোৎসব
সেইদিন আমরা গাইব একসাথে বৃন্দগান /
৪)
এই মন কোথায় হারিয়ে হারিয়ে যায়
দখিনা বাতাস মেঘ সরিয়ে সরিয়ে ধায়।
রাতজ্যোৎস্না হৃদয় পুড়িয়ে পুড়িয়ে গায়
শুনি প্রতিধ্বনি কেউ বলেনা সে কোথায়?