১)
যে যায় সে যায় কিছু রেখে যায়
ছবিতে কথায় আলোক মালায়।
স্মৃতি আগলে যারা রয়ে যায়
তাদের মননে চিন্তনে জেগে রয়।
২)
তোমার এই মৌনতা এনে দেয় আশ্চর্য মুখরতা
দ্রুত ছড়ায় পৃথিবী জুড়ে অমোঘ অন্তিম বারতা ।
দ্বিপ্রহরের রবি ও থমকে গিয়ে স্তব্ধ করেছে রথ
এখন শঙ্খ নিরব যদিও এঁকেছে দারুন অগ্নিপথ।
৩)
আজ শঙ্খ বাজবেনা সন্ধ্যা নামে ধিরে ধিরে
জোনাকিরা এসে এসে ফিরে চলে যায়।
আজ শুধু প্রদীপ জ্বালিয়ে রেখে রেখে দাও
আলোর মিছিলে পায়ে পায়ে চলেছে সবাই।।
৪)
বৈশাখের দহনে রাজপথে পিচ গলছে
একটু সবুর কর, কবি এখন নিশ্চিন্তে ঘুমাবে।
কল্পলোকে নয় বাস্তবে এখন কবি কাব্যে মগ্ন
নতুন দিনের স্বপ্ন গান আমাদের দিয়ে যাবে।