১)
ঘুমের ভিতর টুপটাপ কারা সব এসে পড়ে
কেউ বলে ওরা থাকে ঘাপটি মেরে
পৃথিবী শান্ত হলে আসে চুপটি করে
আপাদমস্তক ওরা আমায় খায় কুড়ে কুড়ে।


২)
ওরে রাজা বাজারে বাজা থালা বাজা
        সাথে কাঁসর ঘণ্টা ঘন ঘন সাইরেন বাজা।
রাম এসে বলবে ওরে রাজা ভক্তেরা কোথায়?
       সবাই গিয়েছে মরে; এবার আমার চিতা সাজা।


৩)
জনিনে আমি গান, বাজাইনা আমি বাঁশি
       দূর গগনে চেয়ে থাকি বিস্ময়েতে মাতি।
চঞ্চলিত মন কা'কে যেন সদাই খুঁজে বেড়াই
       তাই পথ চেয়ে থাকি তাঁর দিবস রাতি ।


৪)
পার হয়ে গেছে অর্ধশতক
     পশ্চিম আকাশে গেছে সূর্য।
সে বলে গেল জাগো, জাগিয়ে রাখো
     যাও বাজিয়ে জীবনের জয়তুর্য।