১)
মাটির পুতুলে কত কল্পনা
খেলাঘর জুড়ে আঁকিবুঁকি আল্পনা ।
তুই আর আমি ওদের সাথে জল্পনা
সেসব দিন চাইলেও আর ফিরে আসবেনা।
২)
একরাশ অভিমানী বকুল
শুধু গন্ধ বিলিয়ে গেল ঝরে;
তুমি দেখে ও তাকে দেখলেনা
দেখলে হয়তো দুচোখ যেত জলে ভরে।
৩)
নীল চোখে তুমি সাগরকে নীল দেখো
আমার যত ভালবাসা এক নিমেষে হোল নীল ;
অবহেলায় বাঁকা হাসি হেসে ছড়ালে নীল গরল
বটগাছ হয়ে আকাশের নীল দেখি অনন্তকাল।
৪)
তুমি আমার বিকেলে ভোরের ফুল
তুমিই শুধরে দিও আমার যত ভুল।
ভাসিয়ে দিয়ে যেও আমার নদীর দুকুল
ঘুম পাড়িয়ে দিও হয়ে গানেরই বুলবুল।