১)
এমনি যে চলে দেখি প্রতিদিন রবিবার,
যেওনা কেউ বাইরে থাক ঘরের ভিতর,
কিন্তু পেট যে কথা শোনেনা
কর্মহীন বাপ ছেলে বোঝেনা
এ কেমন জীবন হোল জেগে ঘুমাবার?
২)
দারুন মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা।
টুপটাপ খসে পড়ে ছেলেবেলা স্মৃতিখেলা।
চকিতে সূর্য মেঘের আড়ালে
তোমারি মুখ ভাসে ঝিলের জলে।
তারপর,ফুরাল বেলা শেষ হয়ে গেল খেলা।
    
৩)
দূর দেশেতে থাকে বন্ধু পড়েছি কি ফাঁদে
বন্ধুর জন্য পরান আমার কাঁদে শুধু কাঁদে।
যদি আমি পাখি হতাম
ডানা মেলে উড়ে যেতাম।
জড়িয়ে ধরে বলতাম আর হবেনা কাঁদতে।


৪)
এখনি যাবে! দেখো এখনও আকাশে চাঁদ জেগে।
গানের স্বরলিপি সুর খুঁজে ফেরে রাগে অনুরাগে।
এখনও ফুলদানির ফুলেরা ঝরেনি।
পুব আকাশের আলোরা ফোটেনি ।
এখনও যে ইচ্ছাগুলো থেকে থেকে স্পর্শ খোঁজে।